ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশিত: ১৬:৪৭, ২২ ডিসেম্বর ২০২৪

প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শিক্ষার্থী

স্থায়ী ক্যাম্পাসি নির্মাণ ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ নানা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বনানীর কাকলিতে সড়ক অবরোধ করেছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে কাকলি মোড়ে শিক্ষার্থীদের অবস্থানের পর যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

অবরোধকারী শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের স্থায়ী ক্যাম্পাসে নেওয়ার কথা বলে এখনো নেওয়া হচ্ছে না। আমাদের দুটি ডিপার্টমেন্ট একটি ডিসেম্বরের মধ্যে ওখানে শিফট করার কথা, কিন্তু এখন তিনশ ফিটে স্থায়ী ক্যাম্পাসের জায়গা বিক্রি করে দেওয়ার পাঁয়তারা করছে ট্রাস্টি বোর্ড। প্রতি মাসে ট্রাস্টি বোর্ডের সদস্যরা তাদের গাড়ির খরচ বাবদ ৬৫ হাজার টাকা নেন, এগুলোতো আমাদের টাকা। দীর্ঘদিন আমাদের সিনিয়ররা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এ লড়াই সংগ্রাম করে গেছেন, কিন্তু তারা স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেননি। 

এ বিষয়ে বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, শিক্ষার্থীরা গতকালও (শনিবার) বনানীতে রাস্তা অবরোধ করে আন্দোলন করেছিল। আজ আবার তারা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করছে।

আর কে

×