ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চলাচলের রাস্তায় সবজি চাষ করলেন যুবলীগ নেতা!

প্রকাশিত: ১৬:২৮, ২২ ডিসেম্বর ২০২৪

চলাচলের রাস্তায় সবজি চাষ করলেন যুবলীগ নেতা!

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে মেঘনা নদীর চর মেঘায় গ্রামবাসীর চলাচলের রাস্তায় সবজি চাষাবাদের অভিযোগ উঠেছে দুই যুবলীগ নেতার বিরুদ্ধে। এতে দীর্ঘদিন ধরে রাস্তা দিয়ে চলাচলে বাধাগ্রস্ত হচ্ছেন সেখানকার বাসিন্দারা। এর প্রতিবাদে মানববন্ধন করেছেন গ্রামবাসী।

রোববার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চররমনী গ্রামে নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ওই দুই যুবলীগ নেতা হলেন- চররমনী মোহন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য এরফান মোল্লা ও তার ভাই ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহজালাল মোল্লা।

এ সময় বক্তব্য দেন মহসিন সরকার, শরীফ হোসেন হাওলাদার, জাকির হোসেন কাজী, ইয়ার আলী মীর ও উজ্জ্বল প্রধান। মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা জানান, তিন বছর আগে কৃষকের কষ্ট লাঘবে সরকারিভাবে আখনকান্দি থেকে চরমেঘা পর্যন্ত ১৮ ফুট চওড়া সাড়ে ৪ কিলোমিটার একটি মাটির রাস্তা নির্মাণ করে। রাস্তাটি ব্যবহার করে কৃষকরা সুবিধা পাচ্ছিল। সম্প্রতি যুবলীগ নেতা এরফান মোল্লা ও তার ভাই শাহজালাল মোল্লাসহ তাদের লোকজন জোরপূর্বক রাস্তা কেটে সমতল করে ফেলে। পরে ওই রাস্তার এক কিলোমিটার চষে তারা সয়াবিন ও মরিচ আবাদ করে। তাদের অমানবিক কাণ্ডে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। প্রতিবাদ করতে গেলে এরফানসহ তার লোকজন হত্যার হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

 

শিহাব

×