ছবি:কবি আব্দুল হাই শিকদার
নেপাল ভারতের আধিপত্য থেকে বেড়িয়ে গিয়েছে। তারা দুইটি কাজ করেছে ,একটা হল ভারতের দুইটা জেলা দখল করে বলেছে এটা আমাদের । তারা নতুন করে নিজেদের মানচিত্র তৈরি করেছে। দুই নাম্বার, এক থাপ্পর দিয়ে ভারতের সবগুলো চ্যানেল বন্ধ করে দিয়েছে এগুলোতে নষ্টামি বদমাইশি পরকীয়া দেখানো হয়। সম্প্রতি গণমাদ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কবি আব্দুল হাই শিকদার এসব কথা বলেন।
আব্দুল হাই শিকদার বলেন,
ভারত ছিল অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর। যেখানে সম্প্রীতির, ভালোবাসার সমন্বয়ে, অহিংসার সমঝোতায় ভারত। ভারত সাংবিধানিকভাবে সেই পথেই আছে তবে বিজেপি গুজরাটের কসাই ভারতকে কোথায় নিয়ে গিয়েছে? ধর্মীয় কারণে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে! গরুর মাংস আছে কি নাই তা জানার আগেই জ্বালিয়ে দেওয়া হয় মুসলিমদের বাড়ি।
তিনি বলেন, প্রতিবেশি কোন দেশের সাথে ভারতের সম্পর্ক ভালো নেই। তার কারণ তারা দাদাগিরি করতে চায়। শ্রীলংকার এক সময় ভারতের কব্জায় ছিল। তারাও চলে গেছে ভারতের হাত থেকে ।ভারতের সাথে তাদের সম্পর্ক ভালো নেই। শ্রীলংকার একটা বৃহত্তর বন্দর চীন কিনে নিয়েছে চীন নিরানব্বই বছরের জন্য এবং চীনের অনুসারী একজন লোক ক্ষমতায় বসে গেছে।
তিনি আরও বলেন,মালদ্বীপ থেকেও ভারতকে তাড়িয়ে দিয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট ভারতকে তাড়িয়ে ছেড়েছে। মায়ানমারের সাথেও ভারতের সম্পর্ক ভালো নেই। পাকিস্তানের সাথে তো সাপে নেউলে সম্পর্ক । ছিল ক্রীতদাস বাংলাদেশ, শেখ হাসিনা মাধ্যমে গোলাম বানিয়ে রাখতে চেয়ছিল ।
আব্দুল হাই শিকদার বলেন,ভারতের কাজ হলো বিভিন্ন দেশের মধ্যে ঝামেলা লাগানো। ভারতকে বলতে চাই, তুমি তোমার বাড়িতে ভালো থাকো। আমরা আমাদের বাড়িতে ভালো থাকি। আমার মায়ের সাথে, বউয়ের সাথে, আমার সংসারে কিভাবে আমি আচরণ করব সেটা আমার বিষয়। তাতে তোমার কোন বিষয় না, তুমি তো হিংস্র জানোয়ার আদর্শে বিশ্বাসী।
সাইদ