ছবি: সংগৃহীত।
টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে তিন মুসল্লি নিহতের ঘটনায় সাদপন্থীদের মুখপাত্র মুফতি মুয়াজ বিন নূর (৪০)-এর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রবিবার দুপুরে রিমান্ড শুনানির পর গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুন এই আদেশ দেন। মহানগর আদালত পরিদর্শক মো. আহসান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে টঙ্গী পশ্চিম থানার পুলিশ মুয়াজ নূরকে ঢাকার খিলক্ষেতের তার বাসা থেকে গ্রেপ্তার করে। পরে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে গাজীপুর মহানগর আদালত-৩-এ পাঠায় পুলিশ। বিচারক রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন এবং নূরকে আদালতে হাজির করার নির্দেশ দেন। আজ রিমান্ডের উপর শুনানি অনুষ্ঠিত হয়।
এদিকে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যখন মাওলানা জুবায়ের অনুসারী আলম হোসেন টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাদের অনুসারী ২৯ জনসহ অজ্ঞাত কয়েকশ' জনকে আসামি করা হয়।
১৮ ডিসেম্বর, তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে সাদপন্থী ও জুবায়েরপন্থী উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে, যার ফলে তিন মুসল্লি নিহত হন এবং শতাধিক আহত হন। সংঘর্ষের পরপরই পুলিশ ওই এলাকা থেকে তিন কিলোমিটার এলাকার মধ্যে সব ধরনের সভা, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করে। পরিস্থিতি শান্ত রাখতে সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
নুসরাত