ছবি: সংগৃহীত।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে নারী পুলিশের দিকে তাকিয়ে হাসি দিচ্ছে এক আসামি। ভিডিওতে দেখা গেছে, হাতকড়া পরা এক ব্যক্তি পুলিশের পোশাক পরা নারী কর্মকর্তার দিকে বারবার তাকাচ্ছেন, এবং পাশেই থাকা এক পুরুষ পুলিশ তাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন। ভিডিওটি প্রচার করে দাবি করা হচ্ছে এটি একটি বাস্তব ঘটনা, তবে বাস্তবে এমন কিছু ঘটেনি।
শনিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে আন্তর্জাতিক ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এই তথ্য জানায়।
প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি কোনো বাস্তব ঘটনা নয়, বরং এটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির ‘মাশরাফি জুনিয়র’ ধারাবাহিক নাটকের শুটিংয়ের সময় ধারণকৃত একটি অভিনীত দৃশ্য। অনুসন্ধান চালানোর পর দেখা যায়, গত ৮ নভেম্বর 'Asif Adnan Bro' নামের একটি ফেসবুক পেজে ‘এ একটা কাজ হলো’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও প্রকাশিত হয়েছিল, যা আলোচিত ভিডিওটির সঙ্গে হুবহু মিলে।
এতে আরও বলা হয়েছে, ভিডিওটির ক্যাপশনে 'বিমানবন্দর থেকে গ্রেপ্তার সিঙ্গেল লীগের সভাপতি আসিফ আদনান' লেখা দেখে স্পষ্ট হয়, এটি মজার ছলে তৈরি একটি ভিডিও। এছাড়া, ফেসবুক পেজে প্রকাশিত অন্যান্য ছবির সঙ্গে ভিডিওতে উপস্থিত আসামির ভূমিকায় থাকা ব্যক্তির চেহারারও মিল রয়েছে। পরবর্তীতে, আসিফ আদনানের ফেসবুক অ্যাকাউন্টে ১৮ ডিসেম্বর 'একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি ভাইরাল' শীর্ষক ক্যাপশনে একটি পোস্টও পাওয়া যায়।
নুসরাত