শনিবার দিবাগত মধ্যরাতে ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী যাত্রীবাহী প্রিন্স আওলাদ-১০ ও কীর্তনখোলা-১০ লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে চাঁদপুরের মেঘনা নদীতে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা প্রিন্স আওলাদ-১০ লঞ্চের সঙ্গে চাঁদপুরের মেঘনায় বরিশাল থেকে ছেড়ে আসা কীর্তনখোলা-১০ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) শেখ আব্দুর সবুর বলেন, ‘কীর্তনখোলা-১০ লঞ্চের এক যাত্রী ৯৯৯ নম্বরে ফোন দিয়ে দুই লঞ্চের সংঘর্ষের খবর জানান। পরে লঞ্চের স্টাফদের সঙ্গে কথা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই। তবে, যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন।
ফুয়াদ