ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এই দেশ কেন সৃষ্টি করেছিলাম, এই দেশ আমার দেশ না: ফজলুর রহমান

প্রকাশিত: ০১:৫৭, ২২ ডিসেম্বর ২০২৪

এই দেশ কেন সৃষ্টি করেছিলাম, এই দেশ আমার দেশ না: ফজলুর রহমান

ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, "এই দেশ কেন সৃষ্টি করেছিলাম, এই দেশ আমার দেশ না।"

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের আলোচনায় অংশ নিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি এবং বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

তিনি বলেন, "মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল ২৩ বছর ৯ মাস। আমি লুকিয়ে যুদ্ধে গিয়েছিলাম। বাবা আর বড় ভাই জানতেন। আমাদের বাড়ি থেকে আমি, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, আর ৬ জন যুদ্ধে যাই। যুদ্ধে যাওয়ার আগে মায়ের সাথে দেখা করতে গেলে মা কেঁদে বলতেন, ‘ও পুত, তুই কই যাস রে?’ আর আমার ছোট ভাতিজা গলায় জড়িয়ে ধরে বলেছিল, ‘কাকা, তুমি কই যাও? আমারে ছাইড়া যাইও না।’ বাবার কথা ছিল, ‘মরতে হয় মর যুদ্ধে, কিন্তু জয় নিয়ে আসবি।’"

ফজলুর রহমান আরও বলেন, "মুক্তিযুদ্ধের সময় আমি স্বপ্ন দেখতাম যে স্বাধীন হলে এই দেশে কোনো চোর, ঘুষখোর, খুন-রাহাজানি থাকবে না। মানুষের পেটে ভাত থাকবে, পরনে কাপড় থাকবে, শিক্ষিত হয়ে গরিবের সন্তানও প্রধানমন্ত্রী হতে পারবে।"

কিন্তু বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, "এই দেশটা তো আমার মুক্তিযুদ্ধের স্বপ্নের দেশ না। আমার পাশে রবীন্দ্র বৈশ্য, নেহারেন্দু দেবনাথরা যুদ্ধে লড়েছে। কিন্তু আজ ১৯% হিন্দু থেকে কেন ৯% হয়ে গেল? বাঙালি জাতির তো দুইটা হাত ছিল, একটা হাত নষ্ট হলে আরেকটা তো থাকবে না। এখন আমরা নিজেরা নিজেরাই মারামারি করছি।"

তিনি কান্নায় ভেঙে পড়ে বলেন, "এই দেশটা এখন আর আমার মনে হয় না। আমি যে স্বপ্নে যুদ্ধ করেছিলাম, সেই বাংলাদেশ আর নেই।"

মেহেদী কাউসার

×