তারেক রহমান
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দেশের প্রথম সারির একটি গণমাধ্যম জানিয়েছে,নতুন বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে তারেক রহমান দেশে ফিরতে পারেন।তারেকের ফেরার অংশ হিসাবে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এমনকি তারেক রহমানের জন্য বাড়িও খোঁজা হচ্ছে। এরই মধ্যে যুক্তরাজ্য থেকে একটি প্রতিনিধিদল নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশ ঘুরে গেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ য়ের যুক্তরাজ্য সফর থেকে ফিরলে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে নতুন বার্তা আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে। বিএনপির একাধিক সুত্র বলছে, যত দ্রুত সম্ভব মামলা-মোকদ্দমা থেকে মুক্ত করে তাঁকে (তারেক রহমান) বাংলাদেশে আনার ব্যাপারে চেষ্টা চলছে। কোনো দিনক্ষণ নয়, বিষয়টি নির্ভর করছে আইনজীবীদের ওপর, আদালতের ওপর।
দলীয় সূত্র বলেছে, তারেক রহমান ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে ফিরতে পারেন বলে দলের মধ্যে গুঞ্জন রয়েছে। তাঁর বিরুদ্ধে চলমান মামলাগুলো আইনি মোকাবিলার পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণসহ সার্বিক প্রস্তুতি জোরেশোরে চলছে। এমনকি তাঁর জন্য বাড়িও খোঁজা হচ্ছে।
দলীয় ও তারেক রহমানের ঘনিষ্ঠ একাধিক সূত্র বলেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে সামনে রেখে চলতি মাসের শুরুতে যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসে। বিজয় দিবসের আগেই দলটি যুক্তরাজ্যে ফিরে যায়।
ফুয়াদ