ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পুলিশে কর্মস্পৃহা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ ॥ আইজিপি

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস

প্রকাশিত: ২৩:৩৭, ২১ ডিসেম্বর ২০২৪

পুলিশে কর্মস্পৃহা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ ॥ আইজিপি

.

পুলিশের আইজিপি বলেছেন, পুলিশে কর্মস্পৃহা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। তাদের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। পট পরিবর্তনের সময় কোনো পুলিশ অফিসার মারা যাননি। যারা মারা গেছেন তারা সবাই ইন্সপেক্টর পদমর্যাদার নিচে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মানতে গিয়ে তারা জনরোষে পড়েছেন। সুতরাং মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের চাঙ্গা করাই আমাদের মূল কাজ।
আন্দোলনের সময় পুলিশের গুলিতে সিলেটের সাংবাদিক তুরাব নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে  পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, এ মামলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ। বর্তমান এসএমপি কমিশনারের প্রতি আমার তেমন নির্দেশনা দেওয়া আছে। তুরাবকে হয়তো আমরা ফিরিয়ে দিতে পারব না, কিন্তু সুবিচার পাওয়ার ক্ষেত্রে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করবে।   শনিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সদর দপ্তরে বিভাগের সকল ইউনিট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।
পুলিশ মহাপরিদর্শক আরও বলেন, বিগত সময়ে পুলিশ দলীয় স্বার্থ উদ্ধারে বড় ধরনের অপরাধ করেছে, এজন্য আমরা লজ্জিত। পুলিশকে রাজনৈতিক কুপ্রভাবমুক্ত করতে হবে। তাই পুলিশকে রিফর্ম করার কাজ চলছে। আইজিপি বলেন, পরিবর্তিত পরিবেশে মামলার ক্ষেত্রে অসাধু ব্যক্তিরা সুবিধা নিয়েছে। অনেকে বাণিজ্য করছেন। এদের মধ্যে আবার কেউ সমাজের বড় নেতাও। তবে আমরা কথা দিচ্ছি- নিরীহ যাদের আসামি  করা হয়েছে তাদের গ্রেপ্তার করা হবে না। বরং নির্দেশ দেওয়া হচ্ছে- তাদের খুঁজে বের করে তদন্তকারী কর্মকর্তা যেন অভয় দেন, আশ্বস্ত করেন।

×