পূর্বাচলে প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থীর নিহতের ঘটনার বিচার দাবিতে শনিবার বুয়েট ক্যাম্পাসে মানববন্ধন করে শিক্ষার্থীরা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় মামলা নিতে পুলিশ অসহযোগিতা করেছে বলে অভিযোগ করেছেন তার সহপাঠীরা।
শনিবার বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে লিখিত এক বিবৃতিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, মামলা নিতে পুলিশ অসহযোগিতা করেছে। বিবৃতিটি পাঠ করেন নিহত মুহতাসিমের তিন সহপাঠী। তারা সবাই কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী।
বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, সহপাঠী নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ বিচার নিশ্চিতের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, মুহতাসিমকে গাড়িচাপা দেওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। পুলিশ প্রাইভেট কারের চালকসহ তিনজনকে প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে রূপগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এবং পরে তাদের রূপগঞ্জ থানায় নেওয়া হয়। শিক্ষার্থীরাও তাদের সঙ্গে থানায় পৌঁছান। থানায় ঘটনার বিবরণ জানার পর কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মামলা নেওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন।
তারা বলেন, পরদিন সকাল ৮টায় আরেক দল শিক্ষার্থীসহ বুয়েটের কয়েকজন শিক্ষক, প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও প্রধান নিরাপত্তাকর্মী থানায় যান। তখন থানায় কোনো ওসি ছিলেন না। ঘণ্টাখানেক পর ওসি থানায় আসেন এবং শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন।
তারা আরও অভিযোগ করেন- আসামিপক্ষের আইনজীবী বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। এ ছাড়া গণমাধ্যমে ‘হত্যাকা-কে দুর্ঘটনা বলে প্রচার করা হয়েছে।
শিক্ষার্থীরা কর্মসূচি থেকে পাঁচ দফা দাবি জানিয়েছেন। এগুলো হচ্ছে- মুহতাসিম হত্যাকা-ে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, আহতদের চিকিৎসার ব্যয় বিবাদী পক্ষকে বহন করতে হবে, মুহতাসিমের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া, তদন্তে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া ও ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে সড়কে নিরাপত্তা নিশ্চিত করা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা লিয়াকত আলী বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে একটি মামলা দায়ের করে। তার পরও শিক্ষার্থীদের এ অভিযোগ দুঃখজনক।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ৩০০ ফুট নীলা মার্কেট (কুড়িল-কাঞ্চন সড়ক) এলাকায় মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কায় বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মুহতাসিম (২২) নিহত হন। আহত হন মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২)। তারা দুজনও সিএসই বিভাগের শিক্ষার্থী।
এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- প্রাইভেট কারচালক মুবিন আল মামুন (২০), মিরাজুল করিম (২২) ও আসিফ চৌধুরী। তারা তিনজনই শিক্ষার্থী। ডোপ টেস্টে তাদের দুজনের শরীরে অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়েছে।
এদিকে পূর্বাঞ্চল ৩০০ ফিট সড়কে সাবেক সেনা কর্মকর্তার নামে নিবন্ধিত ব্যক্তিগত গাড়ির ধাক্কায় চেকপোস্টে দাঁড়িয়ে থাকা বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুর ঘটনায় তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিনের আদালত এ আদেশ দেন।
গাড়িটি চালাচ্ছিলেন মুবিন আল মামুন (২০)। তিনি সাবেক এক সেনা কর্মকর্তার ছেলে। তাকেসহ গাড়ির দুই আরোহী মিরাজুল করিম (২২) এবং আসিফ চৌধুরীকে (২০) কারাগারে পাঠিয়েছেন আদালত।
আগামী রবিবার আসামিদের শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করীম খান রেজা।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, নিহতের বাবা সড়ক পরিবহন আইনে রূপগঞ্জ থানায় মামলা করেছেন। দুর্ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হয়েছে। এটির ভেতর থেকে বিয়ার এবং মদের বোতল পাওয়া গেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নামে গাড়িটির রেজিস্ট্রেশন রয়েছে। দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন তার ছেলে মুবিন।
মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত আটটার দিকে মুহতাসিম তার দুই বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ৩০০ ফিট সড়কে যান। নীলা মার্কেটে রাতের খাবার শেষে বাসায় ফেরার পথে পুলিশ চেকপোস্টে তাদের থামানো হয়। রাত তিনটার দিকে চেকপোস্টে দাঁড়ানো অবস্থায় বেপরোয়া গতির একটি প্রাইভেট কার তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মুহতাসিম ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় আহত মেহেদী হাসান স্কয়ার হাসপাতালে এবং অমিত সাহা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার বিকেলে তিন আসামিকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়। এ সময় মুবিনের পরিবারের সদস্য এবং নিহত মুহতাসিমের বন্ধুরা আদালতে উপস্থিত ছিলেন। আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।