ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাহাত আলীর কনসার্টে হাসিনার ফাঁসি চেয়ে স্লোগান

প্রকাশিত: ২১:২৪, ২১ ডিসেম্বর ২০২৪

রাহাত আলীর কনসার্টে হাসিনার ফাঁসি চেয়ে স্লোগান

ছবি: সংগৃহীত।

রাজধানীর আর্মি স্টেডিয়ামে চলছে কনসার্ট 'ইকোস অব রেভল্যুশন'। বিকেল ৪টায় ব্যান্ড সিলসিলার কাওয়ালি গানের মাধ্যমে কনসার্টের সূচনা হয়।

এই কনসার্টটির আয়োজন করা হয়েছে জুলাই-আগস্টের গণ–অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তা দেওয়ার উদ্দেশ্যে। কনসার্ট থেকে সংগৃহীত সমস্ত অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের কল্যাণে কাজ করা সংস্থা 'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন'-এ প্রদান করা হবে।

সন্ধ্যার পর মঞ্চে ওঠেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি মঞ্চে ওঠে শুদ্ধ স্লোগান দেন, "ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই," এমন স্লোগানে গলা মেলান কনসার্টে উপস্থিত হাজার হাজার মানুষ।

এছাড়া কনসার্টে সংগীত পরিবেশন ছাড়াও, জুলাই বিপ্লবের উপর একটি গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক, মুগ্ধ ওয়াটার জোন এবং আরও নানা আকর্ষণীয় কর্নার রাখা হয়েছে, যা দর্শকদের আগ্রহকে বাড়িয়ে তুলেছে।

এভাবে কনসার্টটি একটি সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রতিবাদমূলক আয়োজন হয়ে উঠেছে, যেখানে গান,  এবং শিল্পকর্মের মাধ্যমে ইতিহাসের স্মৃতি ধারণ করা হচ্ছে।

নুসরাত

×