বাংলাদেশ থেকে ভারতে পা ফেলতেই হিন্দু নির্যাতনের মিথ্যা তথ্য দিতে বাধ্য করছে ভারতীয় মিডিয়ার সাংবাদিকরা। তারা শিখিয়েও দিচ্ছে কী বলতে হবে। এমন অবিযোগ তুলেছেন ভারতে যাওয়া কয়েকজন বাংলাদেশি এবং তাদের স্বজনেরা। ভারতের বিভিন্ন চ্যানেলে এমন অন্তত দুইজনের অভিযোগ আছে দেশের একটি বেসরকারি গণমাধ্যমের কাছে।
এবিপি আনন্দ, আজতাক বাংলাসহ বেশ কিছু ভারতীয় মিডিয়া মিথ্যা তথ্য ছড়িয়ে বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করার এই অপচেষ্ঠা অব্যাহত রেখেছে। ভারতে যাওয়া বাংলাদেশিদের একপ্রকারের জিম্মি করে এসব মিথ্যা তথ্য ক্যামেরার সামনে বলতে তাদের বাধ্য করা হচ্ছে। যেসব এলাকায় হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এমন কথা বলানো হয়েছে বাস্তবে ওইসব এলাকায় (ফরিদপুর, নড়াইল) সরেজমিন পরিদর্শনে এর কোনো সত্যতা পায়নি দেশের মিডিয়াগুলো।
এদিকে ওইসব এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন একেবারেই স্বাভাবিক অবস্থায় সবার সাথে মিলেমিশে আছেন বলে জানান।
শিহাব