ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

আমেরিকা যাওয়ার পথে সাবেক সমাজকল্যাণ সচিব গ্রেপ্তার

প্রকাশিত: ১৬:৩০, ২১ ডিসেম্বর ২০২৪

আমেরিকা যাওয়ার পথে সাবেক সমাজকল্যাণ সচিব গ্রেপ্তার

ইসমাইল হোসেন

মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে সাবেক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেনকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (২১ ডিসেম্বর) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে তাকে আটকের পর বিমানবন্দর থানায় হস্তান্তর করে ডিবি পুলিশের একটি দল।

রেজাউল করিম মল্লিক জানান, বিমানবন্দর থেকে তাকে আটক করে থানায় দিয়েছি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জানা গেছে, সরকার পরিবর্তনের পর বাধ্যতামূলক অবসর দেওয়া হয় ইসমাইল হোসেনকে। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য এবং সাবেক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ আহমেদ বলেন, ‘বিমানবন্দর টার্মিনাল থেকে শুক্রবার রাতে সন্দেহভাজন হিসেবে ইসমাইল হোসেনকে আটক করা হয়। পরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে।’

এম হাসান

×