ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

নকল হিজড়াদের দৌরাত্ম্যে বেকায়দায় প্রকৃত হিজড়ারা

প্রকাশিত: ১৪:৫১, ২১ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৫:১০, ২১ ডিসেম্বর ২০২৪

নকল হিজড়াদের দৌরাত্ম্যে বেকায়দায় প্রকৃত হিজড়ারা

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে ব্যাপকভাবে মাথা চাড়া দিয়ে উঠছে তৃতীয় লিঙ্গ বা হিজড়া জনগোষ্ঠী। তাদের আচরণ কিছুটা সন্ত্রাসী কায়দায় চাঁদাবাজির মতো,ফলে অতিষ্ঠ হয়ে উঠছে নগরবাসী। বিশেষ করে ময়মনসিংহ ব্রীজ বাস টার্মিনাল এলাকা,শম্ভুগঞ্জ বাস-টার্মিনাল চরপাড়া মোড়,গাঙ্গিনাপাড় মোড়,মাসকান্দা বাইপাস মোড়,টাঙ্গাইল বাসস্ট্যান্ড সহ শহরের বিভিন্ন পয়েন্টেই হিজড়াদের সাহয্যের নামে চাঁদাবাজির তাণ্ডব চলে।

 

নিয়মিত প্রশাসনের বিশেষ অভিযানের ফলে সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধ হলেও বন্ধ হচ্ছে না হিজড়াদের সাহয্যের নামে চাঁদাবাজি।

নগরবাসী এই সমস্যার সুরাহার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন। তাদের দাবি, হিজড়ারা নিয়মিত সারা শহরে সন্ত্রাসী কায়দায় চাঁদাবাজি করে যাচ্ছে। যদি শহরের কোথাও বিয়ের আয়োজন করা হয় তাহলে সেখানে গিয়ে তারা বড় অংকের একটা চাঁদা দাবি করে বসে,ফলে প্রায়শই বিপাকে পড়েন বরযাত্রী সহ কনে পক্ষের লোকজন।

এছাড়াও কোন বিয়ের গাড়ি রাস্তায় আসামাত্রই গাড়িকে ঘিরে ফেলে এই হিজড়া সম্প্রদায়। অনেকের ধারণা শহরের বিশেষ ব্যাক্তিদের অদৃশ্য ইঙ্গিতেই করা হচ্ছে এসব চাঁদাবাজি। আবার অনেকেই ধারণা করছেন কিছু পুরুষ মানুষ হিজড়া সেজে এসব কর্মকাণ্ড করে বেড়াচ্ছে।

প্রতিনিয়ত শত শত মানুষ এই সকল হিজড়াদের খপ্পরে পড়ে। ভুক্তভোগীরা মান-সম্মান ও সাথে থাকা আপনজনদের অপমানের ভয়ে হিজড়াদের দাবিকৃত চাঁদা দিয়ে দেয়। এখানেই শেষ নয়, হাট-বাজার, বাসট্রার্মিনাল, রেলওয়ে স্টেশন, নৌবন্দরগুলোতে এই হিজড়াদের অত্যাচার দিন দিন বেড়েই চলছে। 

 

নকল হিজড়াদের দৌরাত্ম্যে বেকায়দায় প্রকৃত হিজড়ারা। রাস্তাঘাট ও গণপরিবহনে চলছে চাঁদাবাজি। এদের অসংলগ্ন আচরণ, জবরদস্তি ও চাঁদাবাজিতে অতীষ্ট ময়মনসিংহের সাধারণ মানুষ। হিজড়া সংগঠনের নেতারা নকল হিজড়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলছে প্রশাসন।

 

তাবিব

×