ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

“এবারের নির্বাচনে জয়ী হওয়া সহজ হবে না”

প্রকাশিত: ১৪:৪৮, ২১ ডিসেম্বর ২০২৪

“এবারের নির্বাচনে জয়ী হওয়া সহজ হবে না”

ছবি: ব্যবসায়ী নেতা এ কে আজাদ

সম্প্রতি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কে আজাদ বলেন,
একজন রাজনৈতিক নেতা প্রায়ই বলেন, এবারের নির্বাচন কিন্তু জয়ী হওয়াটা সহজ হবে না। আসলেই সহজ হবে না। আমরা এবার দেখবো যিনি কমিটমেন্ট রাখবেন। আগামী দিন ক্ষমতায় গিয়ে স্বৈরাচার হবেন না । তার বিরুদ্ধে আবারও হাজার হাজার ছেলে মেয়েরা রক্ত দিবে না। যারা আমাদেরকে এ নিশ্চয়তা দিতে পারবেন তাদেরকে আমরা নির্বাচিত করব। 

এ কে আজাদ বলেন, ভবিষ্যতে পুলিশকে আপনারা অমানবিক কাজে ব্যবহার করতে পারবেন না। অতীতে পুলিশের পিছনে যে সকল নেতারা ছিল, আজকে তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় ,তাহলে আগামী দিনেও যারা ক্ষমতায় আসবেন তারাও কিন্তু শিক্ষা গ্রহণ করবে না।

তিনি আরও বলেন, এই সমাজ ব্যবস্থায় আজকে ১৭ কোটি মানুষ বসবাস করে। মানুষের আয়ের উৎস কি? আমাদের জিডিপি রেশিও সবচেয়ে কম। ট্যাক্স দেওয়া লোক খুবই কম। আমরা নেপালের চেয়েও পিছিয়ে আছি ট্যাক্স রেশিওতে। আজকে পুলিশ বাহিনীর একজন বলতেছিল, আমারা যে আসামি আটক করি তার যে খাবারের টাকা বরাদ্দ দেওয়া হয় ওইটা দেওয়া হয় না তাহলে আমি ওই টাকাটা পাব কোথায়? আমরা আসামিকে যে কোর্টে হাজির করাতে হবে সেই টাকা আমাদের কাছে নাই ।একটি লাশ বেওয়ারিশ পড়ে থাকে সেই লাশ পোস্টমর্টেম করানোর মতো পুলিশের কাছে টাকা নাই ।এই যে পুলিশের কম বরাদ্দ, আমি মনে করি র‌্যাব বিলুপ্ত করে এই বাজেটটাকে পুলিশকে দেওয়া হোক এবং পুলিশের জন্য পর্যাপ্ত বাজেট করা হোক যাতে পুলিশ স্বয়ংসম্পূর্ণ বাহিনীতে পরিণত হতে পারে।

একে আজাদ আরও বলেন, যে সংস্কারগুলো করবেন আগামী দিনে দলিল হিসেবে থাকবে। এটা আমাদের জন্য বাইবেল হিসেবে থাকবে এবং যারা আগামী দিনের রাজনীতিতে যারা আসবেন তারা যদি এই সংস্কার গুলো আপনাদের ম্যানুফেস্টিতে রাখেন তাহলে আমরা আপনাদেরকে নির্বাচিত করব।

সাইদ

×