ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

রাস্তায় ফোন ব্যবহারে সতর্ক করলেন ডিএমপি কমিশনার

প্রকাশিত: ১৪:৪৫, ২১ ডিসেম্বর ২০২৪

রাস্তায় ফোন ব্যবহারে সতর্ক করলেন ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী এক মতবিনিময় সভায় বলেন, মোবাইল ছিনতাই আশঙ্কাজনভাবে বাড়ছে। এজন্য সতর্কভাবে রাস্তায় ফোন ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি ।

আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে পুলিশ–ছাত্র–জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেন, ‘মাদক বৃদ্ধির কারণেও ছিনতাই বাড়ছে। সামজিক আন্দোলন করে এসব সমস্যা সমাধান করতে হবে। পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব না।’ 

 

চাঁদাবাজদের হালনাগাদ তালিকা তৈরি করা হয়েছে, দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘চাঁদাবাজ মোকাবিলায় শুধু পুলিশ নয়, সবাইকে এগিয়ে আসতে হবে। চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।’

শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেন, ‘গত এক মাসে আইনশৃঙ্খলা সংক্রান্ত নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। মতবিরোধ থাকতে পারে, এজন্য সংঘর্ষে কেন জড়াতে হবে? তাবলীগ জামায়াতের সংঘর্ষে তিনজনের প্রাণ গেছে। এর দায়িত্ব কে নেবে?’

 

 

আশিকুর রহমান

×