ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

শেখ মুজিব নির্বাচনে প্রভাব খাটাননি কিন্তু তার ছেলারা খাটিয়েছে:কাদের সিদ্দিকী

প্রকাশিত: ০৯:৪৪, ২১ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১১:৫০, ২১ ডিসেম্বর ২০২৪

শেখ মুজিব নির্বাচনে প্রভাব খাটাননি কিন্তু তার ছেলারা খাটিয়েছে:কাদের সিদ্দিকী

বঙ্গবীর কাদের সাদ্দিকী

শেখ মুজিব নির্বাচনে প্রভাব খাটিয়েছে এটা আমি বিশ্বাস করিনা কিন্তু তার ছেলাপেলারা খাটিয়েছে এটা সত্য। বঙ্গবন্ধু কিন্তু আমাকে বলেছিলেন কাদের কথা শুনে নারে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বঙ্গবীর কাদের সাদ্দিকী এসব কথা বলেন।


কাদের সিদ্দিকী বলেন,শেখ হাসিনা ক্ষমতায় ছিল ,তাকে সরানোর জন্য প্রায় সবাই চেষ্টা করেছি। এখন বৈষম্য বিরোধী ছাত্ররা তাকে বিতাড়িত করেছে। শেখ মুজিবের হাত থেকেও যখন সবকিছু চলে যাচ্ছিল তখন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র চালাতে চেয়েছিলাম এবং এই মুক্তিযুদ্ধটাও একটা গণতান্ত্রিক সংগঠন করেছিল যারা ৪৭ হতে ৭১ পর্যন্ত সঠিক রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন। তখন নেতা ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, নেতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, নেতা ছিলেন শেরেবাংলা কিন্তু শেখ মুজিব শেষ পর্যন্ত প্রধান নেতা হয়ে এসেছেন এবং এটার নেতৃত্ব রাজনৈতিক কিন্তু ২৫শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত পুরোপুরিভাবে রাজনৈতিক নেতারা তাদের নেতৃত্ব এবং কর্তৃত্ব যেখানে করা উচিত সেখান থেকে পিছিয়ে পড়েছিল এই জায়গাতে তাদের ব্যর্থতা। এই জায়গাতে একটা দ্বন্দ্ব হয়েছে

কাদের সিদ্দিকী আরও বলেন,পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরে জাসদ নামে রাজনীতিক দল গঠন করে। যারা সত্যি কারের ভাল ছিল,ব্রিলিয়ান্ট ছিল। তারা সব জাসদ করেছে এবং  ওরা মেধাবী নেতা ছিলেন তারা যখনই ডাক দিয়েছে লাখ মানুষ ঝাঁপিয়ে পড়েছে। তারা মনে করেছে তারাও পপুলার কিন্তু তারা তো শেখ মুজিব ছিলেন না। এতটা জনপ্রিয়তা ছিল না। মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছে তাদের কোন আশ্রয় নেই ! মুক্তিযুদ্ধের প্রধান প্রধান ব্যক্তিরা তারা একটা দল করেছে, কথা বলেছে, সমালোচনা করছে বা দাঁড়িয়েছে তাদের পিছনে গিয়ে তারা দাঁড়িয়েছে ,একটা আশ্রয় পেয়েছে, ছায়া পেয়েছে এবং যারা এই নেতা তারাও মনে করেছে আমাদের তো প্রচন্ড শক্তি! এই ভাবে দেশের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। তার অর্ধেক বা চার ভাগের একভাগ যারা মুক্তিযুদ্ধে হেরেছে ওদের সাথে গিয়ে যুক্ত হয়েছে। তাদের টাকা পয়সা ছিল আন্তর্জাতিক জ্ঞান ছিল।

তিনি আরও বলেন,এই আন্দোলনে পুলিশ ভয় পাই নাই? এর চেয়েও ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল শেখ মুজিবের সময়। একটা সময় এসে শেখ মুজিব দেখেছিলেন দেশকে রক্ষা করতে হলে সবাইকে নিয়ে কাজ করতে হবে তাহলে সব দলকে এক করেছেন। 

বঙ্গবীর বলেন, শেখ মুজিব বলেছিলেন সরকারি কাজে কোন প্রভাব খাটানো যাবে না। আপনি অসমাপ্ত আত্মজীবনী পড়ে দেখবেন ওখানে পরিষ্কার লেখা আছে তার জীবনে সবচেয়ে বড় পাওয়া হলো সরকারি প্রভাব মুক্ত নির্বাচন। শেখ মুজিব নির্বাচনের প্রভাব খাটাইছে এটা আমি বিশ্বাস করিনা কিন্তু তার ছেলেরা খাটিয়েছে মোস্তাকের বক্স নিয়ে এসেছে।

সাইদ

×