জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান নারীদের পোশাক প্রসঙ্গে বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে সবাইকে কালো বোরকা পরিয়ে দিবে। বোরকা কালো পড়বে নাকি চাদর পড়বে নাকি অন্য ধর্মের তারা পছন্দমত পোশাক পরবে তা রাষ্ট্র চাপিয়ে দিবে না। তবে রাষ্ট্র উৎসাহিত করবে ভালোর জন্য। আমরা বিশ্বাস করি যে, তারা উৎসাহিত হয়ে নিজের সম্মান নিজের ইজ্জতকে আরো উপরে তুলে ধরার জন্য তারা গর্বের ও ইজ্জতের পোশাক পরিধান করবে।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পোশাক কাউকেই চাপিয়ে দেওয়া হবে না, এত টাকা আমাদের নেই। মিনিমাম আমাদের ৯ কোটি বোরকা বানাতে হবে। টাকা বিষয় না এখানে, এগুলো আমাদের কর্মসূচি না, এগুলো বিভেদ সৃষ্টি করার জন্য বলা হয়।এক সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেছে, আপনারা ক্ষমতায় গেলে দেশ আফগানিস্তান না পাকিস্তান হবে। আমি উত্তর দিয়েছি দেশ বাংলাদেশই থাকবে।
তিনি আরো বলেন, সমাজ বৈষম্যে পরিপূর্ণ হয়ে গেছে। স্বৈরাচার পালিয়ে গেলেও আমরা বৈষম্য থেকে রক্ষা পাইনি এখনো। স্বৈরাচারের অপকর্মের উত্তরাধিকার বহন করবে যারা তারা জাতির বন্ধু হতে পারে না।
নাহিদা