অভিনেত্রী রাধিকা আপ্টে। ছবি: সংগৃহীত
অভিনেত্রী রাধিকা আপ্টে এবং তার স্বামী বেনেডিক্ট টেইলর সম্প্রতি তাদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। কয়েক দিন আগে অভিনেত্রী একটি ছবি শেয়ার করেন যেখানে তাকে এক সপ্তাহ বয়সী সন্তানকে দুধ খাওয়াতে দেখা যায়। এবার তিনি তার গর্ভাবস্থার অভিজ্ঞতা এবং পরিবর্তনের গল্প শেয়ার করেছেন।
ভোগ ম্যাগাজিনের সঙ্গে আলাপচারিতায় রাধিকা জানান, তার গর্ভাবস্থা পরিকল্পিত ছিল না, তবে এটি তাকে অবাক করেছিল। তিনি আরও জানান, গর্ভাবস্থার সময় তার শারীরিক পরিবর্তন মেনে নেওয়া কঠিন ছিল। একটি ফটোশুটের কথা উল্লেখ করে তিনি বলেন, “ডেলিভারির এক সপ্তাহ আগে ফটোশুট করেছি। সেই সময় নিজেকে এত মোটা, ফুলে যাওয়া এবং ক্লান্ত দেখতাম যে সবকিছু মেনে নেওয়া কঠিন ছিল।”
রাধিকা শেয়ার করেন, “আমার শরীর ফুলে গিয়েছিল, পিঠে প্রচণ্ড ব্যথা হতো, আর ঘুমের অভাবে সবকিছু আরও কঠিন মনে হতো। এখন সন্তান জন্মানোর পর আমার দৃষ্টিভঙ্গি বদলেছে। আমি এখন এই পরিবর্তনগুলোকে সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখি এবং ছবিগুলোকে ভালোবাসতে শিখেছি।”
তিনি আরও বলেন, গর্ভাবস্থা সম্পর্কে সমাজে অনেক রোমান্টিক ধ্যানধারণা প্রচলিত থাকলেও বাস্তবতা কঠিন। “অনেকে পিরিয়ড বা মেনোপজের কষ্ট নিয়ে খোলাখুলি কথা বললেও গর্ভাবস্থার চ্যালেঞ্জ নিয়ে তেমন আলোচনা হয় না। এটি খুব অযৌক্তিক,” বলেন রাধিকা।
বর্তমানে রাধিকা লন্ডনে রয়েছেন এবং ফেব্রুয়ারির শেষে ভারতে ফিরবেন বলে জানিয়েছেন। কাজের বিষয়ে তিনি জানান, তাকে সর্বশেষ দেখা গেছে শ্রীরাম রাঘবনের চলচ্চিত্র মেরি ক্রিসমাস-এ। এবার তিনি নতুন একটি প্রজেক্ট সিস্টার মিডনাইট-এ কাজ করবেন।
রাধিকা এবং বেনেডিক্টের প্রেম শুরু ২০১১ সালে লন্ডনে। তারা ২০১২ সালে একটি ছোট অনুষ্ঠানে বিয়ে করেন এবং পরে ২০১৩ সালে আনুষ্ঠানিকভাবে বিয়ের উৎসব পালন করেন।
নাহিদা