ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

ভারতকে শায়েস্তা করার কৌশল জানালেন অধ্যাপক শাহীদুজ্জামান

প্রকাশিত: ২২:৩৩, ২০ ডিসেম্বর ২০২৪

ভারতকে শায়েস্তা করার কৌশল জানালেন অধ্যাপক শাহীদুজ্জামান

অধ্যাপক ড.শাহীদুজ্জামান। ছবি: সংগৃহীত

সম্প্রতি ভারতকে শায়েস্তা করার কৌশল জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের শিক্ষক ও বিশিষ্ট টিভি টকশো আলোচক অধ্যাপক ড.শাহীদুজ্জামান। বেসরকারি এক চ্যানেলের আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তানের কাছ থেকে যদি ১০ টির মত শর্ট রেঞ্জ নিউক্লিয়ার মিসাইল বসানো যায় তা ভারতের উপর বেশ প্রভাব ফেলবে। তাদের মিলিটারিদের শরীর ঠান্ডা করে দেওয়ার মত বিষয় হবে এটি।

তিনি আরো বলেন, ভারতীয়রা বিশ্বাস করতে পারছে না যে বাংলাদেশ পাকিস্তানের সাথে সম্পর্ক বাড়াবে, কারণ তারা জানে আমরা চিরশত্রু। কিন্তু আন্তর্জাতিক সম্পর্কে এটা স্বাভাবিক যে শত্রু চিরস্থায়ী হয় না। এমন না হলে জাপান-আমেরিকা এক হত না।

অধ্যাপক শাহীদুজ্জামান বলেন, সামরিক জোট করা খুবই স্বাভাবিক একটা বিষয়। অন্যান্য দেশগুলো তাই করে আসছে। বাংলাদেশের এখন এই সামরিক জোট তৈরির কথা ভাবা উচিত। বাংলাদেশের পুরো কোস্টলাইন নিয়ন্ত্রণ করে ভারত। বাংলাদেশের দুইটা সাবমেরিন কোস্টাল এলাকা থেকে ভারত বের হতে দেয় না। তাহলে কিভাবে ডিপ সিতে পেট্রোলিয়াম রিসোর্স কিভাবে নিবে! এই নিয়ক্লিয়ার গুলো বসালে তার প্রভাব পড়বে বঙ্গোপসাগরে।

তিনি বলেন, আমাদের সোয়াচ অব নো গ্রাউন্ড আছে দুবলার চরের দক্ষিণে, এটি এত গভীর যে হিমালয় ডুবে যাবে ৫ কি.মি. এর মত গভীর।  এখানে চাইলেই আমরা নৌবাহিনীর দ্বারা সাবমেরিন রাখবে, মনিটর করবে। আমরা যদি পাকিস্তানের এই নিউক্লিয়ার বসাতে পারি তাহলে ভারতের আচরণ পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে।

নাহিদা

×