ছবি: সংগৃহীত।
রাজধানীর ৩০০ ফিট সড়কে সাবেক সেনা কর্মকর্তার মদ্যপ ছেলের গাড়ির ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিনের আদালত এই আদেশ দেন। আগামী রোববার তাদের শুনানির দিন ধার্য করা হয়েছে।
মামলার বাদী পক্ষের আইনজীবী রেজাউল করীম খান রেজা গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ৩০০ ফিট সড়কে বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) গাড়ির ধাক্কায় নিহত হন। তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার মাসুদ মিয়ার ছেলে এবং বুয়েটের সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় তার আরও দুই সহপাঠী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে কুমিল্লার মফিজুর রহমান খানের ছেলে মেহেদী হাসান এবং ময়মনসিংহের মুক্তাগাছার তপন কুমার সাহার ছেলে অমিত সাহা রয়েছেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজন হলেন— গাড়ি চালক মুবিন আল মামুন (২০), মিরাজুল করিম (২২) এবং আসিফ চৌধুরী (২০)। নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, নিহতের বাবা সড়ক পরিবহন আইনে তিনজনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ গাড়িটি জব্দ করেছে, এবং তার ভেতর থেকে মদের বোতল ও বিয়ার পাওয়া গেছে।
আজ বিকেলে তিন আসামিকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হলে, মুবিনের পরিবারের সদস্য এবং মাসুদের বন্ধুদের উপস্থিতি দেখা যায়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
নুসরাত