বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতি করতে হলে রাজকীয় মানসিকতা থাকা জরুরি। যারা ব্যক্তিগত স্বার্থ পূরণের জন্য রাজনীতি করছেন, তাদের সরে দাঁড়ানো উচিত।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জাতীয় কৃষিবিদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, রাজনীতি দেশের মানুষের সেবা করার ক্ষেত্র। কিন্তু যারা এটিকে ব্যক্তিগত লাভের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন, তাদের রাজনীতিতে স্থান নেই। তরুণ প্রজন্ম ইতোমধ্যে এমন রাজনীতিবিদদের বর্জন করেছে।
তিনি আরও বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর অনেকেই নিজেদের স্বার্থে ব্যস্ত হয়ে পড়েছেন। তাদের উদ্দেশে বলতে চাই, দেশের মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে। নতুন প্রজন্ম সৎ ও আদর্শবান নেতৃত্ব চায়।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে মেধার জেনোসাইড ঘটিয়েছে। সন্ত্রাসীদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেশকে খুন, গুম ও ধর্ষণের অভয়ারণ্যে পরিণত করেছে। উন্নয়নের নামে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে।
তিনি আরও জানান, স্বৈরাচারী সরকারের সময় তাকে দুই ঘণ্টা আয়নাঘরে রাখা হয়েছিল। সেখানে তিনি অনেক গুম হওয়া ব্যক্তির সঙ্গে দেখা করেন, যারা জানতেন না তাদের পরিবারের সদস্যরা জীবিত আছেন কি না।
নাহিদা