ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

পূর্বাচলে বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্তদের নাম-পরিচয় প্রকাশ

প্রকাশিত: ১৮:৫২, ২০ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৮:৫৪, ২০ ডিসেম্বর ২০২৪

পূর্বাচলে বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্তদের নাম-পরিচয় প্রকাশ

অভিযুক্ত তিনজন। ছবি: ফেসবুক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় বুয়েট শিক্ষার্থী মোতাসিম মাসুদ (২২) হত্যায় অভিযুক্তদের নাম-পরিচয় জানা গিয়েছে। অভিযুক্তরা হলেন: মো: মুবিন আল মামুন সাদমান (২০), মো: মিরাজুল করিম (২২) ও মো: আসিফ চৌধুরী (১৯)। দুর্ঘটনায় জড়িত মো: মুবিন আল মামুন সাদমান (২০) এর বাবা একজন সাবেক সেনা কর্মকর্তা বলে জানা যায়। অভিযুক্তদের নাম-পরিচয়, ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোতাসিম মাসুদ (২২) নামে বুয়েটের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ঘটনায় অমিত সাহা (২২) ও মেহেদী হাসান (২১) নামে আরও দুইজন আহত হয়েছেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি লিয়াকত আলী বলেন, রাত ৩টার দিকে পূর্বাচল ৩০০ ফিট সড়কে তাদের মোটরসাইকেলকে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোতাসিম মাসুদের মৃত্যু হয়। আহত অমিত সাহা ও মেহেদী হাসানকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, "গাড়ির চালক সাদমানকে আটক করা হয়েছে এবং গাড়ির ভেতরে থাকা আরও দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।"

নাহিদা

×