ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। শুক্রবার বেলা তিনটার দিকে তিনি নিজ বাড়িতে অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। বেলা সাড়ে তিনটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবেদ চৌধুরী।
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে স্মৃতিচারণ করেছেন আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে আসিফ লিখেন, হাসান আরিফ স্যার আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
আসিফ আরো লিখেন, স্যার সবসময় নিজের অভিজ্ঞতা থেকে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, পাশে থেকেছেন। এত বয়স হওয়া স্বত্বেও রাত ৯ টা অব্দি অফিস/মিটিং করতেন। কর্ম স্পৃহায় কোন কমতি ছিল না।
নাহিদা