জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। ছবি: সংগৃহীত
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম অন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জুলাই-আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের ব্যবস্থা করা তাদের অন্যতম প্রধান দায়িত্ব। যদি তারা এই কাজটি করতে ব্যর্থ হয়, তবে তা তাদের সীমাবদ্ধতা এবং ব্যর্থতার বড় উদাহরণ হবে।
তিনি শুক্রবার (২০ ডিসেম্বর) খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন। ওই অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সারজিস আলম আরও বলেন, "এই হত্যাকাণ্ডের বিচার করা, খুনী হাসিনা এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা উচিত, যারা এই হত্যাযজ্ঞে সরাসরি জড়িত। অবৈধ অস্ত্র ব্যবহার করে আমার ভাই-বোনদের যারা হত্যা করেছে, তাদের বিচারের মুখোমুখি করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। আমরা সরকারকে স্পষ্ট জানাতে চাই, দায়িত্ব পালনে যদি কোনো গাফিলতি হয়, তবে তাদের আর দেশে থাকার কোনো জায়গা থাকবে না।"
তিনি শহীদ পরিবার, আহত যোদ্ধা ও ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশে বলেন, "আমরা কোনো দলের পক্ষপাতী হবো না, গোষ্ঠীভিত্তিক রাজনীতি করবো না। আমাদের একমাত্র লক্ষ্য হলো ন্যায্য বিচারের মাধ্যমে সত্য প্রতিষ্ঠা করা।"
ছাত্র আন্দোলনের এই নেতা আরও উল্লেখ করেন, "বিভিন্ন মহল প্রোপাগান্ডা চালিয়ে ঘটনাগুলোর ভিন্ন অর্থ দাঁড় করাতে পারে। আমাদের লক্ষ্য রাখতে হবে, কেউ যেন মিথ্যা গুজব ছড়িয়ে শহীদদের স্মৃতিকে কলঙ্কিত না করতে পারে।"
নাহিদা