ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

ড. ইউনূসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল

প্রকাশিত: ১৮:০৪, ২০ ডিসেম্বর ২০২৪

ড. ইউনূসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল

মির্জা ফখরুল ও ড. মুহাম্মদ ইউনূস

মাইক্রোক্রেডিট কার্যক্রমের জন্য নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  তিনি বলেন, 'দেশের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক উন্নয়নে মাইক্রোক্রেডিটের ভূমিকা অপরিসীম। ড. ইউনূস সেই উদ্যোগ শুরু করেছিলেন। এজন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।' 

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল।  

বিএনপির মহাসচিব আরও বলেন, তৃণমূলের দরিদ্র ও অসহায় মানুষ, যারা ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত, তারা এনজিওর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়েছে। মাইক্রোক্রেডিটের আন্দোলন দেশের অর্থনীতির পরিবর্তন শুরু করেছে এবং সেই পুঁজির ফলে অর্থনীতি একটি স্থিতিশীল অবস্থানে পৌঁছেছে।  

তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, 'আমি একজন তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক কর্মী। আমার অভিজ্ঞতায় দেখেছি, প্রতিটি এনজিও দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। যদি এই কাজগুলোকে সমন্বিতভাবে মূল অর্থনীতির ধারায় সংযুক্ত করা যায়, তাহলে দেশের অর্থনীতিতে আরও ইতিবাচক পরিবর্তন আসবে।'  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান, এনজিও বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক আনোয়ার হোসেন, জেলা প্রশাসক ইশরাত ফারজানা এবং ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। এছাড়াও বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধি এবং ইএসডিওর কর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

আর কে

×