ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

আমার আহ্বানে সাড়া না দিলে সংসদে বদি=মমতাজদের দেখতে হবে:পার্থ

প্রকাশিত: ১৫:৫০, ২০ ডিসেম্বর ২০২৪

আমার আহ্বানে সাড়া না দিলে সংসদে বদি=মমতাজদের দেখতে হবে:পার্থ

আন্দালিব রহমান পার্থ

সম্প্রতি এক বক্তব্যে আন্দালিব রহমান পার্থ বলেন, আপনারা মনে রাখবেন যদি আজকে আমার আহ্বানে সাড়া না দেন তাহলে ঐ দিন বেশি দূরে নেই আবারও সংসদে ‘লালটু পল্টু’ ‘ইয়াবা বদি’ মমতাজদের মত এমপিদের দেখতে হবে। আমাদের এই দেশ আমাদের পরিষ্কার করতে হবে।

পার্থ বলেন, ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোন সংস্কার করে লাভ হবে না। বাংলাদেশের রাজনীতি এমন পর্যায়ে চলে গেছে যে দেশের শিক্ষিত, মেহনতি মানুষ রাজনীতি থেকে দূরে সরে গিয়েছে। আমি স্বাধীনতা যুদ্ধ দেখিনি কিন্তু এখনো ৫ আগস্ট এর আগে আওয়ামী সরকারের
যে হত্যাকাণ্ডগুলো দেখেছি তাতে এখনো আমার গা শিউরে ওঠে! ওই দৃশ্য দেখে এখনো আমার রাতে ভয় লাগে।

তিনি বলেন, আমরা আগের প্রজন্মের সমালোচনায় যাব না। আমি বিশ্বাস করি তাদের আত্মত্যাগ আমাদের আত্মত্যাগের চেয়ে অনেক বেশি। তাদের আত্মত্যাগের কারণে আজকে আমি আমার সন্তানদের বলতে পারি বাবা  এটা তোমার দেশ, এটা আমার দেশ এই আমার মানচিত্র।


পার্থ আরও বলেন,ভালো মানুষ রাজনীতি না আসলে সংস্কার করে লাভ হবে না গত ৫০ টি বছর বাংলাদেশের রাজনীতি এমন পর্যায়ে চলে গেছে যে দেশের শিক্ষিত মেহনতি ভালো মানুষ রাজনীতি থেকে দূরে সরে গিয়েছে ভাইয়েরা আমার আজকে আমি সারা বাংলাদেশের তরুণসমাজ, সুশীল সমাজ ও ভালো মানুষকে  অনুরোধ করছি আসুন আপনারা আমাদের সাথে রাজনীতিতে আসুন।

সাইদুর

×