ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

ঢাকায় সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১৪:৪০, ২০ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৪:৪০, ২০ ডিসেম্বর ২০২৪

ঢাকায় সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

টঙ্গীর ইজতেমার মাঠে গভীর রাতে মুসল্লিদের ওপর হামলায় শুরায়ী নিজামের সাথীদের নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও বাংলাদেশে মাওলানা সাদ কান্ধলভি সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করছে ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা।

আজ  শুক্রবার (২০ ডিসেম্বর) ঢাকার মগবাজার এলাকায় মিছিল নিয়ে শত শত মানুষ জমায়েত হয়। পরে সেখানে তারা একটি প্রতিবাদ করে। পরে বিশাল একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার পক্ষে প্রতিবাদ,বিক্ষোভ ও স্লোগান দেওয়া হয়।

ফুয়াদ

×