ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

সংস্কার কমিশনকে হুঁশিয়ারি, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের

প্রকাশিত: ০৬:০৬, ২০ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০৬:১৩, ২০ ডিসেম্বর ২০২৪

সংস্কার কমিশনকে হুঁশিয়ারি, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের

ছবিঃ সংগৃহীত।

‘৫০ শতাংশ কোটা ডিএস পুলে প্রশাসন ক্যাডারের জন্য রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য ৫০ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ করা হবে’— জনপ্রশাসন সংস্কার কমিশনের এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে প্রশাসন ক্যাডার ব্যতীত বাকি ২৫ ক্যাডারদের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ ৷

 

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সংগঠনটির সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানান তারা।

একইসঙ্গে এই ইস্যুতে ক্যাডার সার্ভিসের মধ্যে যেকোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে কমিশন সেজন্য দায়ী থাকবে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি৷

এছাড়া আগামী ২১ ডিসেম্বর সংগঠনটি ২৫টি ক্যাডারের সভাপতি-সেক্রেটারিসহ সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বলেও জানায় তারা ৷

জনপ্রশাসন সংস্কার কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সংগঠনটি বলছে, জনপ্রশাসন সংস্কার কমিশন সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে, ডিএস পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য ৫০ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ করা হবে।

এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস হতে আলাদা করার সুপারিশ করবে কমিশন।

রিয়াদ

×