ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

সরকার লেবাননে নিযুক্ত রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরাচ্ছে

প্রকাশিত: ০৫:২২, ২০ ডিসেম্বর ২০২৪

সরকার লেবাননে নিযুক্ত রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরাচ্ছে

পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত লেবাননের বৈরুতে এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খানকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আসতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরার নির্দেশনা দেওয়া হয়।

১৮ ডিসেম্বর বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হকের সই করা অফিস আদেশে বলা হয়, বৈরুতে বাংলাদেশ দূতাবাসে আপনার বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে সদরদপ্তর ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনর রশীদকে আরেক আদেশেকরাচিতে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে প্রথম সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রিয়াদ

×