ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

গুমের ঘটনায় জড়িত ২৪ কর্মকর্তার পাসপোর্ট স্থগিত, দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৫:১৮, ২০ ডিসেম্বর ২০২৪

গুমের ঘটনায় জড়িত ২৪ কর্মকর্তার পাসপোর্ট স্থগিত, দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৪ জন কর্মকর্তার পাসপোর্ট স্থগিত করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে তাদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সোমবার (তারিখ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামানের সই করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সুপারিশের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে একটি পৃথক আদেশে ২০ জন কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

প্রজ্ঞাপনে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গুম তদন্ত কমিশনের অনুরোধ অনুযায়ী দ্বিতীয় দফায় আরও ২০ জন কর্মকর্তার বিরুদ্ধে গুমের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এসব কর্মকর্তার পাসপোর্ট স্থগিত করা হয়েছে এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিতে শুরু করেছে বলে জানা গেছে। গুম তদন্তে এ ধরনের কঠোর পদক্ষেপ নজিরবিহীন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এম.কে.

×