ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

পরিবর্তন হবে কি র‍্যাবের পোশাক?

প্রকাশিত: ০৩:৩৫, ২০ ডিসেম্বর ২০২৪

পরিবর্তন হবে কি র‍্যাবের পোশাক?

ছবি: সংগৃহীত

পুলিশের বিশেষায়িত ইউনিট র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) তাদের বর্তমান ইউনিফর্ম বদলানোর উদ্যোগ নিয়েছে। নতুন ইউনিফর্মের রং, নকশা এবং অন্যান্য বিষয় চূড়ান্ত করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ শুরু করেছেন। সাম্প্রতিক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

র‍্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান জানান, র‍্যাবের পোশাক পরিবর্তনের দাবি উঠেছে। বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা চলছে। তিনি বলেন, র‍্যাবের নিজস্ব কোনো আইন নেই। এটি পুলিশ আইনের অধীনে প্রতিষ্ঠিত। র‍্যাবের জন্য আলাদা আইন প্রণয়নেরও চিন্তা করা হচ্ছে।

র‍্যাব প্রধান বলেন, পোশাকের পরিবর্তন হলেও একজন কর্মকর্তার মানসিকতা ও পেশাদারিত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি উদাহরণ দিয়ে বলেন, ভালো ব্যক্তি যে পোশাকই পড়ুন না কেন, তার কাজ ভালো হবে। কিন্তু খারাপ ব্যক্তির ক্ষেত্রে তা হবে না।

র‍্যাবের পোশাক পরিবর্তনের পাশাপাশি অন্যান্য সংস্কারের বিষয়েও গণমাধ্যম এবং জনসাধারণের মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন মহাপরিচালক।

র‍্যাবের ইউনিফর্ম পরিবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন থাকলেও এটি কবে বাস্তবায়িত হবে, তা এখনো নির্ধারিত নয়।

এম.কে.

×