ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

স্বরাষ্ট্র সচিবের রুটিন দায়িত্ব পেলেন ড. নাসিম

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০২:১৯, ২০ ডিসেম্বর ২০২৪

স্বরাষ্ট্র সচিবের রুটিন দায়িত্ব পেলেন ড. নাসিম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গত ৯ দিন সচিবশুন্য থাকার পর আজ এ বিভাগের কার্য সম্পাদন/নিষ্পত্তি করার জন্য রুটিন দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব ড. নাসিম আহমেদ৷ এর আগে গত ১০ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন৷

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রশাসন- শাখা থেকে এক অফিস আদেশে এ বিষয় নিশ্চিত করা হয়েছে৷ এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান৷

অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী আদেশ জারি না করা পর্যন্ত জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ড. নাসিম আহমেদ কে ৯ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে জননিরাপত্তা বিভাগের সচিবের কার্য সম্পাদন/নিষ্পত্তি করার রুটিন দায়িত্ব নির্দেশক্রমে প্রদান করা হলো।

শহীদ

×