ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১

আইন পড়েছি বাবার হত্যার বিচারের জন্য

প্রকাশিত: ০০:১৪, ২০ ডিসেম্বর ২০২৪

আইন পড়েছি বাবার হত্যার বিচারের জন্য

আমি আইন অধ্যয়ন করেছি একমাত্র একটি উদ্দেশ্যে—আমাদের বাবার বিচার চাওয়ার জন্য। আমি অ্যাডভোকেট সাকিব রহমান, শহীদ কর্নেল কুদরত ইলাহীর সন্তান। এখানে আমি একজন আইনজীবী হিসেবে রয়েছি, এবং আমার সঙ্গে আছেন রাকিন আহমেদ, বিডিআর হত্যাকাণ্ডের শিকারদের একজনের সন্তান। আমরা সকলেই আইন শিখেছি একমাত্র উদ্দেশ্য নিয়ে, যে উদ্দেশ্য হলো—আমাদের বাবার হত্যাকাণ্ডের বিচার করা। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের বাবার বিচার না হওয়া পর্যন্ত থামব না।

আমরা খুবই কৃতজ্ঞ যে ছাত্রজনতার এই আন্দোলনের পর, আমার ছাত্ররা, যারা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাকে জানিয়ে বলেছিল, "স্যার, আমরা তো বিচার পেয়েছি, কিন্তু আপনার জন্য আমরা সবচেয়ে বেশি খুশি।" এটা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।

এই সরকার যখন পিলখানা হত্যাকাণ্ডের জন্য তদন্ত কমিশন গঠন করেনি, তখন তা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে, জনগণ পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত সত্যটিকে বুকে ধারণ করছে। তাই, আজ আমরা এই অভিযোগ দায়ের করেছি, এবং আমরা আশাবাদী যে, সঠিক বিচার আমরা পাব।

রাজু

×