ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১

১৫ বছর কী হয়েছে জানালেন মেজর জেনারেল শাকিলের পুত্র

প্রকাশিত: ০০:১১, ২০ ডিসেম্বর ২০২৪

১৫ বছর কী হয়েছে জানালেন মেজর জেনারেল শাকিলের পুত্র

রাকিন আহমেদ ভুইয়া, আমি শহীদ জেনারেল শাকিল আহমেদ আহমেদের পুত্র। পিলখানা হত্যাকাণ্ডে যে বিশাল ষড়যন্ত্র ছিল, তা সত্যিই ভয়াবহ। ৫৭ জন দেশপ্রেমিক সেনাবাহিনী অফিসারকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য, বাংলাদেশ রাইফেলকে ধ্বংস করার জন্য এবং বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানার জন্য।

আমার বাবা-মাকে যেভাবে হত্যা করা হয়েছে, তা আমি বলতে গেলেই বুকটা ফেটে যায়। একজন অফিসার আমাকে বলেছিল, "তুমি তোমার বাবা-মার লাশ দেখতে পারবে না, কারণ তুমি সেটা সহ্য করতে পারবে না।" কিন্তু আমি সেসব দেখেছি। যেই নির্মমতা এবং বর্বরতা ঘটেছে, তা আমি কোনোভাবেই বর্ণনা করতে পারব না। এই ঘটনা আপনার বাবার, মায়ের, ছেলের কিংবা মেয়ের সঙ্গেও ঘটতে পারত। তাদের একটাই অপরাধ ছিল— তারা বাংলাদেশকে ভালোবাসত।

ওরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার বাবা-মা এবং অন্যান্য অফিসারদের হত্যা করেছে। তাদের একমাত্র দোষ ছিল, তারা সৎ ছিল। আমি একাই বড় হয়েছি এবং ১৫ বছর ধরে যে পরিমাণ নির্যাতন সহ্য করেছি, তা হয়তো আপনি বুঝতে পারবেন না। আমি কখনোই সেই কষ্ট প্রকাশ করি না, কিন্তু এখন আমি শুধু চাই সুষ্ঠু বিচার।

আমি ১৫ বছর একা ছিলাম, তবে একমাত্র আল্লাহতালা ছিলেন আমার পাশে। আমার বিশ্বাস, ইনশাআল্লাহ, আমরা বিজয়ী হবো এবং আর কোনো ষড়যন্ত্রকারী আমাদের অগ্রযাত্রাকে থামাতে পারবে না।

রাজু

×