ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১

কর্মসূচি স্থগিত

অসুস্থতার জন্য মুক্তিযোদ্ধা দলের সমাবেশে থাকবেন না খালেদা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:১২, ১৯ ডিসেম্বর ২০২৪

অসুস্থতার জন্য মুক্তিযোদ্ধা দলের সমাবেশে থাকবেন না খালেদা

বেগম খালেদা জিয়া

অসুস্থতার কারণে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে থাকবেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ কারণে পূর্বঘোষিত শনিবারের মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। এদিকে এ মাসেই চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে যাওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
ফখরুল বলেন, খালেদা জিয়া মঙ্গলবার রাত থেকে অসুস্থ। সে কারণেই চিকিৎসকদের পরামর্শে তার মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেওয়া বাতিল করা হয়েছে। তাই মুক্তিযোদ্ধা সমাবেশটি স্থগিত করা হয়েছে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে ২১ ডিসেম্বর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সমাবেশ হওয়ার কথা ছিল।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, গুলশানের বাসায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে উনার চিকিৎসা চলছে। অসুস্থতার কারণে উনার বিদেশে যাওয়াটা পেছানো হয়েছে। উন্নত চিকিৎসার জন্য এই মাসেই বেগম খালেদা জিয়ার প্রথমে লন্ডন এবং পরে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি রয়েছে। একই সঙ্গে তার সৌদি আরবে গিয়ে পবিত্র উমরাহ পালন করার কর্মসূচিও রয়েছে। সেই অনুযায়ী যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবে যেতে পাসপোর্টে ভিসা লাগানোর কাজও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
বিএনপির অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা দলের আয়োজনে ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। কিন্তু অসুস্থতার কারণে খালেদা জিয়া এই সমাবেশে যোগ দিতে পারছেন না। তাই মুক্তিযোদ্ধা সমাবেশটি স্থগিত করা হয়েছে। খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফিরে এলে মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজন করা হবে বলে মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে জানানো হয়। এ বিষয়ে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত সাংবাদিকদের জানিয়েছেন মুক্তিযোদ্ধা সমাবেশ আপাতত হচ্ছে না।

পরবর্তী তারিখ চূড়ান্ত হলে জানানো হবে। উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হওয়ার ৪ দিন আগে সর্বশেষ প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।  ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া সাজামুক্ত হলেও প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে যোগ দেননি। তবে ৭ আগস্ট রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। এরপর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ অনুষ্ঠানে খালেদা জিয়াকে বিরল সম্মান জানানো হয়। 
২১ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা দলের আয়োজনে মুক্তিযোদ্ধা সমাবেশের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি থাকছেন এ কথা জানার পর দলের নেতাকর্মীসহ দেশের মানুষ মনে করেছিল ২১ ডিসেম্বর দীর্ঘ ৬ বছর পর রাজনৈতিক কোনো কর্মসূচিতে তিনি স্বশরীরে যোগ দেবেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাতও খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানোর পর সাংবাদিকদের জানিয়েছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ আমি ম্যাডামের সঙ্গে দেখা করেছি।

আমরা আনুষ্ঠানিকভাবে ম্যাডামকে আমন্ত্রণ জানিয়েছি। ম্যাডাম জানিয়েছেন, তিনি আমাদের মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অবশ্য বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাত জানান, অসুস্থতার কারণে খালেদা জিয়া মুক্তিযোদ্ধা সমাবেশে উপস্থিত থাকতে পারছেন না। তাই মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করা হয়েছে।

×