ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১

এক টেবিলে বসছে বাংলাদেশ-ভারত-চীন ও মিয়ানমার: পাল্টে যেতে পারে সব হিসাবনিকাশ

প্রকাশিত: ২২:২৯, ১৯ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২২:৩১, ১৯ ডিসেম্বর ২০২৪

এক টেবিলে বসছে বাংলাদেশ-ভারত-চীন ও মিয়ানমার: পাল্টে যেতে পারে সব হিসাবনিকাশ

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে,বাংলাদেশ, চীন, ভারত, লাওস, মিয়ানমার এবং থাইল্যান্ড মিয়ানমারের সংকট নিয়ে আজ বৃহস্পতিবার  থাইল্যান্ডের ব্যাংককে বৈঠকে বসতে যাচ্ছে ।বৈঠকে দেশটির প্রতিবেশী বিশেষ করে সীমান্তঘেঁষা দেশগুলোর প্রতিনিধিরা বসবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

 

জানা গেছে, ব্যাংককে বৃহস্পতি ও শুক্রবার পরপর এ দুটি বৈঠক অনুষ্ঠিত হবে। 

বিবিসি বার্মিস সুত্রে অন্য এক খবরে বলা হয়েছে,দ্বিতীয় বৈঠকটি হবে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের। এতে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া যুক্ত হবে।

তবে রয়টার্স বলছে এটিতে মিয়ানমারের জান্তা সরকারের পররাষ্ট্রমন্ত্রী অংশ নিচ্ছেন কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ফুয়াদ

×