ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১

কিডনি রোগীকে বাঁচাতে ডাকাতির পরিকল্পনা, দাবি অভিযুক্তদের

প্রকাশিত: ২১:১৩, ১৯ ডিসেম্বর ২০২৪

কিডনি রোগীকে বাঁচাতে ডাকাতির পরিকল্পনা, দাবি অভিযুক্তদের

ছবি: সংগৃহীত

কিডনি সমস্যায় আক্রান্ত রোগীকে বাঁচাতে তারা ব্যাংকটি ডাকাতি করার পরিকল্পনা করেছিল বলে দাবি করে কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের ডাকাতির ঘটনায় অভিযুক্তরা।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতির ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে দুইজন কিশোর এবং একজন তরুণ, যার বয়স ২২ বছর। তারা জানায়, একটি কিডনি সমস্যায় আক্রান্ত রোগীকে বাঁচাতে তারা ব্যাংকটি ডাকাতি করার পরিকল্পনা করেছিল। গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে কেরানীগঞ্জ মডেল থানায় এক ব্রিফিংয়ে ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে, আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ডাকাত দল ব্যাংকটিতে ঢুকে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁদের অভিযানের একপর্যায়ে আত্মসমর্পণ করেন তিন ডাকাত।

নাহিদা

×