
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) স্বল্প আয়ের মানুষের জন্য ভাড়াভিত্তিক অ্যাপার্টমেন্ট প্রকল্প চালু করার পরিকল্পনা করেছে। রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান সরকার বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাটের আইডি প্রদান অনুষ্ঠানে এ ঘোষণা দেন।
তিনি জানান, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন ব্যবস্থা নিশ্চিত করতেই এ প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এছাড়া, রাজউকের ফ্ল্যাট বরাদ্দ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে, যা প্রত্যাশীদের সন্তুষ্ট করছে।
এই উদ্যোগ স্বল্প আয়ের মানুষের জন্য রাজধানীতে আধুনিক ও সাশ্রয়ী আবাসনের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
রাজু