প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে কিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি: সংগৃহীত
ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক এগিয়ে নিতে ১৯৭১ সালের বিষয়টি সমাধানের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার মিশরে ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান।
ড. ইউনূস জানান, অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন এবং ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। এসব সংস্কারের জন্য ঐক্যমত্য কমিশনের নেতৃত্ব দিচ্ছেন তিনি। শেহবাজ শরিফকে ১৯৭১ সালের বিষয়টি সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, "সমস্যাগুলো সমাধান করা জরুরি, যাতে ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক এগিয়ে যেতে পারে। এই ইস্যুগুলো বারবার উঠে আসে। আসুন, এগিয়ে যাওয়ার জন্য সেগুলো সমাধান করি।"
শেহবাজ শরিফ বলেন, "বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মধ্যে ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে অনেক বিষয় সমাধান হয়েছে। তবে যদি আরও কোনো অমীমাংসিত বিষয় থাকে, সেগুলো নিয়ে কাজ করতে আমরা প্রস্তুত।"
ড. ইউনূস জবাবে বলেন, "ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এসব বিষয় স্থায়ীভাবে সমাধান করা উচিত।"
পাকিস্তানের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, "আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী।"
তিনি আঞ্চলিক সংগঠন সার্কের শীর্ষ সম্মেলন আয়োজনের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, "আমি আপনার এই উদ্যোগকে সাধুবাদ জানাই।"
জবাবে ড. ইউনূস বলেন, "এটি আমার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার। আমি সার্কের ধারণায় বিশ্বাসী এবং বারবার এই বিষয়ে কথা বলেছি। আমি একটি সার্ক শীর্ষ সম্মেলন চাই। তা যদি কেবলমাত্র একটি ছবি তোলার জন্যও হয়, তবুও সেটি শক্তিশালী বার্তা দেবে।"
ড. ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের উচিত এই প্রচেষ্টা অব্যাহত রাখা।
শেহবাজ শরিফ ড. ইউনূসকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।
নাহিদা