ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১

ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ এস আলম পরিবারের !

প্রকাশিত: ১৫:৫৩, ১৯ ডিসেম্বর ২০২৪

ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ এস আলম পরিবারের !

চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর), ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ১২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেন। দুদকের পক্ষে এই আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা ও উপ-পরিচালক মো. আবু সাইদ।

দুদকের প্রসিকিউশন বিভাগের উপ-পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আবেদনের শুনানিতে উপস্থিত ছিলেন দুদকের প্রসিকিউটর মীর আহাম্মদ আলী সালাম।

আবেদনে উল্লেখ করা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাসসহ বিভিন্ন দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগে তদন্ত চলছে। তদন্তে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় তাদের নামে থাকা ১২৫টি ব্যাংক হিসাবে বিপুল অর্থের লেনদেন সন্দেহজনক বলে প্রাথমিকভাবে ধরা পড়ে।

অভিযোগ অনুসারে, সাইফুল আলম এবং তার পরিবার অবৈধভাবে উপার্জিত অর্থ গোপন করার উদ্দেশ্যে এসব হিসাব ব্যবহার করছেন। যেকোনো সময় এই অর্থ বিদেশে পাচার বা গোপন করার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এই ১২৫টি হিসাবের মোট ২২ কোটি ৬৫ লাখ ৬৯ হাজার ১৯১ টাকা ফ্রিজ করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।

জাফরান

×