ফাওজুল কবির
আগামী এক মাসের মধ্যে সেবার ক্ষেত্রে দৃশ্যমান উন্নতি করতে না পারলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর বিদ্যুৎ ভবনে 'সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোড়দারকরণ, ঢাকা মহানগরীর যানজট নিরসন এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ' শীর্ষক এক সভা শেষে এ কথা বলেন তিনি।
সংবাদ ব্রিফিংয়ে সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, বিআরটিএকে এক মাস সময় দেয়া হয়েছে। অবস্থার উন্নতি করতে হবে। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স পাওয়া নিশ্চিত করতে হবে। ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় যেন চলতে না পারে সে ব্যবস্থা করতে হবে এবং ফিটনেস দেয়ার ক্ষেত্রে প্রয়োজনে বেসরকারি খাতের সহায়তা নিতে হবে।
তিনি বলেন, ঢাকায় যেসব জায়গায় যানজট হয়, সেগুলো চিহ্নিত করতে হবে। বিশেষ করে রেল ক্রসিং ও ফ্লাইওভারে ওঠা-নামার স্থানে যানজট হয়। ট্রাফিক পুলিশকে দুই দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে, যাতে আগামী এক সপ্তাহের মধ্যে যানজট পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়। রাস্তার মধ্যে কোনো গাড়ি অবৈধ পার্কিংয়ের কারণে যানজট হলে, সেই গাড়িকে জরিমানার বদলে আটক করে নিয়ে আসতে হবে।
ফাওজুল কবির খান বলেন, স্কুল বাস চালুর একটা প্রস্তাব আছে। এটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেব। তাদের সঙ্গে বৈঠকে বসবো। এলোমেলো করে বাস দাঁড় করিয়ে যাত্রী তোলার কারণে যে যানজট হয়, এর বিকল্প নিয়ে আলোচনা হয়েছে। পরিবহন মালিকেরা গুলশানে ঢাকা চাকা যেভাবে চলে, সে আদলে একটি পরিষেবা চালুর আশ্বাস দিয়েছেন।
ব্রিফিংয়ের এক পর্যায়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এহছানুল হক জানান, আগামী ২৫ ফেব্রুয়ারী থেকে বাস রুট র্যাশনালাইজেশনের আওতায় নয়টি রুটে পরীক্ষামূলকভাবে কোম্পানিভিত্তিক বাস পরিচালনা শুরু হবে।
পরে উপদেষ্টা ফাওজুল কবির জানান, মে মাসের মধ্যে ২০ বছরের পুরনো বাস ঢাকা থেকে তুলে দিতে হবে। এটা পরিবহন মালিকদের জানিয়ে দেয়া হয়েছে। বলা হয়েছে, তারা যদি এক্ষেত্রে ব্যাংক ঋণ পেতে আগ্রহী, তাহলে সরকার তাদের সহযোগিতা করবে।
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বায়ূদূষণ রোধে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এক মাস, দু'মাস বক এক বছরে বায়ু দূষণ বন্ধ করা যাবে না। তবে বায়ু দূষণের কারণে যে জনদুর্ভোগ হচ্ছে, তা কমানোর চেষ্টা চলছে।
তিনি বলেন, আশুলিয়ার ইটভাটগুলোর কারণে ঢাকায় বায়ু দূষণ হচ্ছে। এলাকাটি ইটভাটামুক্ত করা যায় কিনা, সেটা আমাদের ভাবনা আছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী বলেন, রিকশা ও ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনের আওতায় আনতে প্রয়োজনীয় আইন প্রণয়নের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে আছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে তৎপরতা শুরু হবে।
সভায় অন্যদের মধ্যে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, কর্মকর্তা, পরিবহন খাতের মালিক-শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আর কে