জুলাই আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোন দুর্ঘটনা ছিল না। কোন টাওয়ারে আগুন লেগেছে এসব কোন বিষয় ছিল না। বরং জুনায়েদ আহমেদ পলক স্বয়ং স্বীকারোক্তি দিয়ে বলেছে এই ইন্টারনেট বন্ধ করা হয়েছে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে।
আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালে সাংবাদিকদের এসব কথা জানান চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে ট্রাইব্যুনালকে স্বীকারোক্তি দিয়েছেন জুনাইদ আহমেদ পলক। পলকের নির্দেশে “আইআইটি ”ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের কর্মকর্তাদের সাথে একটি whatsapp গ্রুপ খোলা হয় এবং তাদেরকে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইন্টারনেট শাটডাউন কর এবং বন্ধ করার পরে আমাদেরকে জানাও ।
তাজুল ইসলাম আরও বলেন,
এই গণহত্যাকে বিশ্বের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য এই কাজ করেছিল সরকার। আমরা এ তথ্যগুলো পেয়েছি।এগুলোকে আমরা ফরমেট আকারে তৈরি করবো। অপরাধীদের বিচারের সম্মুখীন করব এবং এগুলোকে উপযোগী করে কোর্টে প্রেজেন্ট করব
সাইদুর