ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

তাবলীগ জামাতের দুই গ্রুপের দ্বন্দ্বের কারণ কী?

প্রকাশিত: ১২:৪২, ১৯ ডিসেম্বর ২০২৪

তাবলীগ জামাতের দুই গ্রুপের দ্বন্দ্বের কারণ কী?

সংগৃহীত ছবি।

বিশ্ব ইজতেমা মাঠ দখল নিয়ে মাওলানা জুবায়ের এবং মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের মধ্যে গত মঙ্গলবার সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে চারজন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাবলীগ জামাতের দুটি গ্রুপের মধ্যে দীর্ঘ সময় ধরে চলতে থাকা দ্বন্দ্ব- এই সংঘর্ষের কারণ বলে জানা গেছে।

মাওলানা সাদ কান্ধলভি তার বিভিন্ন মন্তব্য ও সংস্কারের মাধ্যমে তাবলিগ জামাতে বিভক্তি সৃষ্টি করেছেন। তার মতে, ধর্মীয় শিক্ষা বা প্রচারণা অর্থের বিনিময়ে হওয়া উচিত নয়, যেমন মিলাদ বা ওয়াজ মাহফিলের আয়োজন, যা বেশ কিছু সদস্যের কাছে বিতর্কিত মনে হয়েছে। এছাড়া, তিনি মাদ্রাসার শিক্ষকদের মাদ্রাসার ভেতরে নামাজ না পড়ে মসজিদে নামাজ পড়ার পরামর্শ দেন, যাতে তারা সাধারণ জনগণের সঙ্গে আরও বেশি যোগাযোগ করতে পারেন।

তবে, সাদ কান্ধলভির বিরোধীরা তার এই বক্তব্যকে তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতাদের নীতির বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন। তারা দাবি করেন, সাদ কান্ধলভি যা বলছেন, তা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস ও আকিদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

ভারতীয় উপমহাদেশে সুন্নি মুসলমানদের বৃহত্তম সংগঠন তাবলিগ জামাতে এই বিভক্তি প্রথম প্রকাশ্যে আসে ২০১৭ সালের নভেম্বরে, যখন তাদের প্রধান কেন্দ্র কাকরাইলে দুই দলের কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। পরবর্তীতে ২০১৮ সালের জুলাইয়ে ঢাকায় হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর উপস্থিতিতে তাবলিগ জামাতের একাংশের সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে সাদ কান্ধলভিকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি ওঠে এবং বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।

নুসরাত

×