যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে কথা বলবে উল্লেখ করে দেশটির পররাষ্ট্র দপ্তর বলছে, বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচন আয়োজন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপ নিচ্ছে তাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার (১৮ ডিসেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।
বাংলাদেশ সরকার ঘোষণা করেছে, তারা সম্ভবত ২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ সালের শুরুর দিকে নির্বাচন করবে। এ বিষয়ে তাঁর দেশের অবস্থান কী? এমন প্রশ্নের জবাবে বেদান্ত বলেন,আমরা নির্বাচনের প্রস্তুতির জন্য বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে তাকে স্বাগত জানাই। এর মাধ্যমে শেষ পর্যন্ত বাংলাদেশি জনগণ তাদের নিজস্ব সরকারি প্রতিনিধি নির্বাচন করবে।
তিনি আরো বলেন, এটি এমন একটি বিষয়, আমরা সময় সংক্রান্ত পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছি। অবশ্যই আমরা এই পুরো প্রক্রিয়া চলাকালীন আইনের শাসনের প্রতি সম্মান এবং সেই সঙ্গে গণতান্ত্রিক নীতির প্রতি সম্মানকে উৎসাহিত করতে যাচ্ছি। আমরা যেমন সারা বিশ্বে চাই, তেমন শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে কথা বলব।’
ফুয়াদ