ছবি: সংগৃহীত
দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে কনটেইনারবাহী জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফা ঝং পৌঁছাতে যাচ্ছে। ১১ ডিসেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে ৮২৫ টিইইউস কনটেইনার নিয়ে জাহাজটি রওনা দেয়। সবকিছু ঠিক থাকলে ২১ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা।
জাহাজটির কনটেইনারগুলোতে পোশাক শিল্পের কাঁচামাল, ভোগ্যপণ্য, রাসায়নিক ও খনিজ পদার্থ রয়েছে। এর আগে, ১১ নভেম্বর একই জাহাজ ৩৭০ টিইইউস কনটেইনার নিয়ে চট্টগ্রাম পৌঁছেছিল। তখন জাহাজটি প্রথমে সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানের করাচি বন্দরে পৌঁছে, এরপর সরাসরি চট্টগ্রাম চলে আসে।
প্রথমবার পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রামে জাহাজ আসার খবর দেশে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল। তবে এর আগে পাকিস্তান থেকে চট্টগ্রাম পণ্য আনা-নেওয়া হতো তৃতীয় কোনো বন্দরের মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবও রটেছিল, পাকিস্তান থেকে অস্ত্র আনা হয়েছে।
পানামার পতাকাবাহী জাহাজটির দৈর্ঘ্য ১৮২ মিটার এবং প্রস্থ ৩০ মিটার। বাংলাদেশে কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইনস লিমিটেড এই সংস্থার বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছে। গ্রুপটির নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা জানিয়েছেন, এবার পাকিস্তান থেকে আগের তুলনায় দ্বিগুণ কনটেইনার আসছে, ফলে ব্যবসায়ীদের খরচও সাশ্রয় হচ্ছে।
এম.কে.