ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

কালচারাল সাইট থেকে মুসলমানদের মাইনাস করার ষড়যন্ত্র পূর্বেও ছিল, এখনও আছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:০৭, ১৯ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০১:০৯, ১৯ ডিসেম্বর ২০২৪

কালচারাল সাইট থেকে মুসলমানদের মাইনাস করার ষড়যন্ত্র পূর্বেও ছিল, এখনও আছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বলেন, সকল ফ্যাসিস্টের গোড়া কিন্তু এক জায়গাতে। ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ যারা ম্যান্ডেট দিয়ে ছিল এবং সেই আওয়ামী লীগ যে ইস্তেহার ছিল। তারা সেখানে স্পষ্ট লিখেছিল।

তারা নির্বাচিত হলে ইসলামী যে মূল্যবোধ সেটি ধারন করে তার চলবে এবং সেই ম্যান্ডেটের পক্ষে কিন্তু ভোট হয়েছিলো। যার প্রক্ষিতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু মুক্তিযুদ্ধ হওয়ার পর ৭২ এর সংবিধান ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়েছে। এইখানে ধর্ম নিরপেক্ষতার কোন ব্যাখ্যা দিতে পারিনি। 

কিন্তু তাদের আচরণে বিভিন্ন সময়ে প্রমাণিত হয়েছে ইসলাম ধর্মনিরপেক্ষ না। শহীদ তিতুমীর যে স্বপ্ন নিয়ে দুর্বল বাসের কেল্লার সামনে দাঁড়িয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, সারা বাংলাদেশের এবং তৎকালীন অখন্ড বাংলার মানুষেরা দলমত নির্বিশেষে তার পেছনে গিয়ে দাঁড়িয়ে ছিলেন। যেখানে কোন ভেদাভেদ ছিল না। কোন ধর্মীয় ভেদাভেদ ছিল না। 

কিন্তু ফ্যাসিস্টরা তিতুমীরের যে আদর্শ বারবার নস্যাৎ করে দিতে চায়। কিন্তু তার এই মুক্তির চেতনা, তার যে আদর্শ।  সেই আদর্শকে নেতৃত্ব হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই তার পাশে গিয়ে দাঁড়িয়ে ছিলেন। বাংলার মুক্তির স্বপ্ন এবং বাংলাদেশের মানুষের মুক্তির স্বপ্ন তার যে চেতনা সেটিকে বাস্তবায়ন করার জন্য এই ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে বলে আমি মনে করি। 

একই সাথে  ব্রিটিশ বিরোধী যে আন্দোলন যে শক্তি গড়ে উঠেছিল সেটিও আমাদের চেতনা। বিভিন্ন সময়ে মুসলমানদের যে অবদান তা খাটো করে দেখানো হয়। একটি বিষয় না বললেই নয়,  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লিখিতে খুশি হয়ে তৎকালীন ইন্ডিয়ার চ্যান্সেলর বা ভারত সম্রাট তাকে উপাধি দিয়েছিলেন সি আই ই।

যার অর্থ দাড়ায় ভারতের দালাল। কালচারাল সাইট থেকে মুসলমানদের মাইনাস করার ষড়যন্ত্র ছিল এখনো হয় আছে। আমি মনে করব, আমাদের এই যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশের ধর্মীয় যে মূল্যবোধ সেটি বজায় থাকবে এবং রাষ্ট্রীয়ভাবে এটি স্বীকৃত হবে এবং রাষ্ট্রের বিভিন্ন অনুষ্ঠানে আমরা তা বাস্তবায়ন দেখতে পাবো। 

গণঅভ্যুত্থানের সবচেয়ে মূল স্লট কোথায় ছিল আপনারা কি কেউ জানেন? কি ছিলো ৭২ সংবিধানে। ৭২ এর সংবিধানের চারটি মূলনীতির প্রত্যেকটি একটি আধুনিক প্রজাতন্ত্রের বিরোধী। যে বাঙালি জাতীয়তাবাদের কথা বলা হয় আমরা এখানে বলতে চাই।  চাকমা কিংবা ময়মনসিংহে গারো পাহাড়ে বসবাস কারী গারো এই মূলনীতি দ্বারা এই সংবিধান দ্বারা বাস্তবায়িত হয় না।

শহীদ

×