ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

সন্ধির প্রস্তাব দিয়েছি, রাজি হয়নি!

প্রকাশিত: ০০:৪৪, ১৯ ডিসেম্বর ২০২৪

সন্ধির প্রস্তাব দিয়েছি, রাজি হয়নি!

মাওলানা সাদের অনুসারীদের প্রতিনিধি মুয়ায বিন নুর।

সম্প্রতি সাদ ও জোবায়েরপন্থীদের ইজতেমার মাঠ নিয়ে হওয়া দ্বন্দ্ব নিয়ে কথা বলেছেন মাওলানা সাদের অনুসারীদের প্রতিনিধি মুয়ায বিন নুর।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা গত ৭ বছর ইজতেমার মাঠ নিয়ে জোড় করি নি।  এ বছর আমরা সরকারের সাথে কথা বলেছি, আমাদের দাবি জানিয়েছি। কিন্তু মাঠ সরকারের হাতে রাখার কথা থাকলেও সরকার তা একপক্ষকে বুঝিয়ে দিয়েছে। তারা সারাবছর মাঠ দখল করে রাখে অথচ তাদের তাবলীগের তেমন কোন খুরুজ নাই।

তিনি আরও বলেন, আমরা শুধু ৫ দিন সময় চেয়েছিলাম। সারা বাংলাদেশ থেকে আমাদের সাথীরা এসেছেন। অথচ ঢাকায় ঢোকার মুখেই আমাদের সাথীদের আক্রমন করে আহত করা হয়।

এসময় তিনি আরও বলেন, আমরা তাদের ২৪ টি চিঠি দিয়েছি। সন্ধির প্রস্তাব দিয়েছি, শান্তির প্রস্তাব দিয়েছি কিন্তু কিছুতেই তারা রাজি হন নি।

তিনি বলেন, আমাদের অনেক সাথী এখনো আহত হয়ে টঙ্গী মেডিকেল, ইস্ট ওয়েস্ট মেডিকেলে আছে অথচ আমরা যেতে পারছি না।

ইসরাত

×