ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

টাঙ্গাইলে দিনব্যাপী কর্মশালায় তারেক

৩১ দফা সফল করার মাধ্যমে স্বৈরাচারকে জবাব দিতে পারব

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

প্রকাশিত: ২৩:১১, ১৮ ডিসেম্বর ২০২৪

৩১ দফা সফল করার মাধ্যমে স্বৈরাচারকে জবাব দিতে পারব

.

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ এবং দেশের বাইরে অনেক ষড়যন্ত্রকারী রয়েছে। যারা চায় না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, দেশ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক। আমরা যদি ৩১ দফা সফল করতে পারি, যদি ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি তাহলে তাদের জবাব দেওয়া হবে।
বুধবার বিকেলে টাঙ্গাইল পৌর শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ৩১ দফা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তারেক রহমান বলেন, আমরা তাদের কায়দায় জবাব দেব না। আমরা আমাদের কায়দায় জবাব দিব। কি সেই কায়দা? তা হলো শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া দেশ এবং দেশের মানুষের জন্য যা করতে চেয়েছিলেন সেই কাজগুলো করা। যা আমরা ৩১ দফায় বলেছি। সেই কাজগুলো সফল করার মাধ্যমেই আমরা ষড়যন্ত্রকারী এবং স্বৈরাচারকে জবাব দিতে পারব। তার জন্যে দেশের মানুষের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে হবে। এর আগে তিনি ৩১ দফার আলোকে কর্মশালায় অংশগ্রহণকারী নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
কর্মশালায় তৃণমূল পর্যায়ে সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপির ঢাকা বিভাগীর সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোরহাব, বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু, বিএনপির কার্যনির্বাহী সদস্য ওবায়দুল হক নাসির ও বিথিকা বিনতে হোসাইন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। এরপর দিনের মূল কর্মসূচি রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফার নানা দিক তুলে ধরেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড.  মওদুদ হোসেন আলমগীর পাভেল।
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবতায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার নাওড়া এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সদস্য সুমন বেপারি, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফরহাদ ফেরদৌসের, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, তারাব পৌর যুবদলের সদস্য সচিব হাজি আহাদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদ, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, উপজেলা মহিলা দলের সভাপতি হাওয়া বেগমসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এর আগে কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন করেন কাজী মনিরুজ্জামান মনির।

×