সাবেক কাউন্সিলরদের সমাবেশে হাসনাত - সারজিস। ছবি : সংগৃহীত
সিটি ও পৌর কাউন্সিলরদের পুনর্বহালে সুপারিশ করবে বৈষম্যবিরোধী ছাত্র- আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। প্রেসক্লাবে কাউন্সিলরদের সমাবেশ থেকে এই ঘোষণা দিয়েছেন দুই প্লাটফর্মের শীর্ষ নেতৃত্ব।
আগামীতে সম্ভাব্য নতুন রাজনেতিক দলকে সহযোগিতা করতে কাউন্সিলরদের প্রতি আহ্বানও জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। আর সেই সাথে ফ্যাসিবাদীদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বলে হুঁশিয়ারী দেন তারা।
গেল ২৬ সেপ্টেম্বর অন্তবর্তী সরকার দেশজুড়ে ১২ সিটি করপোরেশন ও ৩৩২টি পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করে। প্রায় ৩ মাস পর অপসারিত সেই কাউন্সিলররা সমাবেশ করেন জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে। বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর এসোসিয়েশনের ব্যানারে এই সমাবেশ থেকে নিজেদের পুনর্বহালের দাবি জানান তারা।
সমাবেশে যোগ দেয় বৈষম্যবিরোধী ছাত্র- আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ। কাউন্সিলর দের পরিবর্তে প্রশাসক নিয়োগের বিষয়ে একমত নয় বলে জানান হাসনাত আব্দুল্লাহ্।
এ সময় কাউন্সিলরদের পুনর্বহালের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র- আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আসন্ন রাজনৈতিক দলকে সহযোগিতার শর্ত জুড়ে দেন নেতারা।
অপসারিত এই কাউন্সিলরদের পুনর্বহালের পর মেয়র হবার প্রস্তুতি নিতেও আহ্বান জানায় জাতীয় নাগরিক কমিটি।
হুঁশিয়ার করে বলে, ফ্যাসিবাদীদের বিচার হওয়ার আগে যারা নির্বাচনে যাবে তারা জাতীর শত্রু ও বেইমান হিসেবে চিহ্নিত হবে।
রিয়াদ